প্রতিষ্ঠানের ইতিহাস

ঝালকাঠি জেলার, ঝালকাঠি সদর উপজেলার ৬নং বাসন্ডা ইউনিয়নে ধারাখানা গ্রামে দারখী ডাকঘরের অন্তর্গত ‘বেগম চাঁনবরু মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ১৯৮৫ ইং সনে প্রতিষ্ঠিত হয়।

বিদ্যালয়টি গণবসতিপূর্ণ এলাকায় প্রতিষ্ঠিত। প্রথমত বিদ্যালয়টি জুনিয়র হিসেবে স্বীকৃতি পায় ০১-০২-১৯৮৬, এরপর মাধ্যমিকের স্বীকৃতি পায় ০১-০২-১৯৯৪ ইং। জমির পরিমাণ ২.৮৩ একর। শিক্ষার্থীদের জন্য উপযোগী মনোরম খেলার মাঠে রয়েছে।

বিদ্যালয়টি 1971 সনে স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক কিতাব প্রাপ্ত আলহাজ্ব জয়নুল আবেদীন খানের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিত্ব ১. ওমর আলী তালুকদার ২. আবুল হোসেন খান ৩. আব্দুস সাত্তার খান ৪. তুজুম্বর আলী ৫. করিম হাং ৬. আব্দুল হাকিম হাং ৭. হাতিম আলি হাং ৮. রুস্তম আলী হাং ৯. আব্দুল মজিদ হাং ১০. লালবড়ু বেগম ১১. আব্দুল হক ১২. আব্দুল রাজ্জাক খান ১৩. মোক্তার আলী হাং ১৪. আব্দুল ওয়াহেদ হাং ১৫. আব্দুল জব্বার হাং; করমু ব্যক্তিবর্গ জমি দান করে দাতা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।

প্রতিষ্ঠা কালীন সময়ে প্রধান শিক্ষক ছিলেন ইন্দ্রজিৎ সিংহ ২য় বতিকান্ত মল্লিক ৩য় মোঃ হাবিবুর রহমান ৪র্থ নির্মল ভট্টাচার্য, শেখ শহিদুল ইসলাম। বর্তমানে মুহাম্মদ ইউনুছ আলী খান প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও বিদ্যালয়ের হিতাকাঙ্খী হিসাবে আছেন আব্দুল কাদের হাং আব্দুল বারেক হাং আব্দুল জলিল হাং আব্দুল কাশেম খান ইসমাইল হাং রফিকুল ইসলাম বাদলসহ প্রমুখ ব্যক্তিবর্গ। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন ৬নং বাসন্ডা ইউনিয়নের চেয়ারম্যান জনাব শেখ সাবের আহমেদ।

বিদ্যালয়টি প্রমাণ নয় তালপাতা, গোলপাতা, টিনসেট, একতলা ভবন থেকে দ্বিতল ভবনে রুপান্তরিত হয়েছে। একতলা বামুনটি প্রতিষ্ঠাতা আলহাজ্ব জয়নুল আবেদিন খান এর নিজস্ব অর্থায়ন করেন। দ্বিতল ভবনটি ২০০৪ ইং সনে স্থানীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সহযোগিতায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর দ্বিতীয় ভবনে উন্নত করেন, যা বর্তমানে অবস্থানরত। বিদ্যালয়টি জেএসসি এসএসসি পরীক্ষার ফলাফল অন্তত সন্তোষজনক। বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা আলহাজ্ব জয়নুল আবেদিন খান এর মায়ের নামে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি সুদক্ষ শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির দ্বারা পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টির দিনদিন উন্নতি হোক এটাই সকলের প্রাণের দাবি।